Home জীবনযাপন কালীগঞ্জে নিজ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জে নিজ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

102
0

গাজীপুরের কালীগঞ্জে নিজ দোকান থেকে দিলীপ বর্মন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) উপজেলার মূলগাঁও এলাকার নিজ দোকানের সিলিং ফ্যানে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলীপ কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও (জেলে পাড়া) গ্রামের মৃত শশী বর্মনের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মূলগাঁওয়ে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের পাশে একটি মুদি দোকান রয়েছে দিলীপ বর্মনের। সোমবার সকালে স্থানীয়রা সেই দোকানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দিলীপের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা বলছে, দিলীপ ঋণগ্রস্ত ছিল। ঋণের দায়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।