Home বান্দরবান বর্ষায় বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের জন্য ১২৬ টি আশ্রয় কেন্দ্র...

বর্ষায় বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের জন্য ১২৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

117
0
ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি: মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার রাত থেকে বান্দরবানে টানা প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুইদিন পর্যন্ত বৃষ্টির এ ধার অব্যাহত থাকতে পারে এমন আশঙ্কা থেকে জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে বাস করা পরিবারদের জন্য ১২৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া দপ্তর।


জেলা প্রশাসন সুত্র জানায়, জেলা ও উপজেলা গুলোতে শুক্রবার রাত হতে রবিবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি ও থেমে থেমে প্রবল বৃষ্টি হচ্ছে। এ কারণে জেলা সাঙ্গু নদ ও মাতামুহুরী নদীর পানি ব্যাপক বেড়ে গেছে। আগামী দুইদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করছে জেলা প্রশাসন। এ কারণে যেসব উপজেলায় পাহাড়ের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বসতিতে মাইকিং করা হচ্ছে। তাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের এ জন্য কাজে লাগানো হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করা পরিবারের মানুষজনের নিরাপদ স্থান হিসেবে বান্দরবান সদরে ১০ টি, রোয়াংছড়িতে ২২ টি, রুমাতে ৬ টি, থানচিতে ৩ টি, আলীকদমে ১০ টি, লামায় ৫৫ টি, নাইক্ষ্যংছড়িতে ২০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা।