Home » bangladesh » আহমেদ ইমতিয়াজ বুলবুল- এন্ড্র কিশোর জুটির সেরা গানগুলো

আহমেদ ইমতিয়াজ বুলবুল- এন্ড্র কিশোর জুটির সেরা গানগুলো

আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি একাধারে মুক্তিযোদ্ধা এবং দেশের সংগীতাঙ্গনের বিশাল এক বট ছায়া। তিনি মুক্তিযোদ্ধার নামের সঠিক ব্যবহার করেছেন বটে। সত্য প্রয়াত এন্ড্র কিশোর আর আহমেদ ইমতিয়াজ বুলবুল দুজই গত হয়েছেন। তবে রেখে গেছেন বিখ্যাত সব গানগুলো। আহমেদ ইমতিয়াজ বুলবুল – এন্ড্র কিশোর জুটির সেরা গানগুলো তুলে ধরা হলো:

নয়নের আলো: মিলোডি গানের জনক বলতে যাকে বল হতো তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিন্তু হৃদয় কাপানো যত গান আছে সেগুলোর বেশির ভাগই তার সুর করা । আর গান গেয়েছেন এন্ড্র কিশোর।
১.আমার সারা দেহ খেয়ে গো মাটি
২.আমার বুকের মধ্যিখানে
৩.আমার বাবার মুখে শুনেছিলাম প্রথম যেদিন গান

*আঁখি মিলন: খুব জনপ্রিয় গান যা মানুষের মনের মন্দীরে রয়ে গেছে যুগ যুদ ধরে।
৪.আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

*সহযাত্রী:
৫.পৃথিবীর যত সুখ

*অবুঝ হৃদয়: প্রয়াত নায়ক জাফর ইকবাল অভিনিত বিখ্যাত ছবি অবুঝ হৃদয়। বুলবুলের সুর করা সেই বিখ্যাত গানের কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর।
৬.তুমি আমার জীবন,দুজন দুজনার কত যে আপন

*তোমাকে চাই: অমর নায়ক সালমান শাহ অভিনিত ছবি তোমাকে চাই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর রচনায় বিখ্যাত গান কিন্তু এই জুটির।
৭.ভালো আছি ভালো থেকো
৮.তোমাকে চাই শুধু তোমাকে চাই

*আনন্দ অশ্রু: সালমান শা মৃত্যুর পরে মুক্তি পাওয়া এই ছবির গান ব্যাপক জনপ্রিয়তা পায়।
৯.তুমি মোর জীবনের ভাবনা

*প্রাণের চেয়ে প্রিয়: ব্যাপক জনপ্রিয় কিছু গান ছিলা এই সিনেমাতে। যা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
১০.পড়েনা চোখের পলক
১১.কি আমার পরিচয়

*বিয়ের ফুল: এই ছবিটিও শুধু গানের জন্যই বিখ্যাত হয়েছে। মানুষের মুখে মুখে এখনো শুনা যায় সেই গানগুলো।
১২.তোমায় দেখলে মনে হয়
১৩.ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

*কাজের মেয়ে:
১৪.একদিন তোমাকে না দেখলে

*নারীর মন:
১৫.ঘুমিয়ে থাকোগো স্বজনী

*ফুল নেবো না অশ্রু নেবো:
১৬.আমার হৃদয় একটা আয়না
১৭.বিধি তুমি বলে দাও আমি কার

*আজ গায়ে হলুদ: জাতীয় প্ররস্কার প্রাপ্ত ছবির এই গান ব্যাপক জনপ্রিয়তা পায় সেই সময়।
১৮.চোখ যে মনের কথা বলে(জাতীয় পুরস্কার)

*প্রেমের জ্বালা:
১৯.সাগরের মত গভীর

*না বোল না:
২০.গানে গানে চেনা হল
২১.কি কথা যে লিখি

*মন মানে না: রিয়াজ সাবনুর জুটির সেরা ছবি ছিল “মন মানে না”।
২২.তুমি হাজার ফুলের মাঝে
২৩.একটু চাওয়া একটু পাওয়া

এর বাইরেও বেশ কিছু সংখ্যক দর্শক নন্দিত গান আছে যা তাদেরকে বিখ্যাত করে রাখবে সারা জীবন। তারে চলে গেছে ঠিকই কিন্তু রেখে গেছে তাদের বিখ্যাত কর্মটুকু।

আপনি এই খবরটি শেয়ার করতে পারেন!
প্রকাশ: মঙ্গলবার, জুলাই ৭, ২০২০এই লেখাটি 963 বার পড়া হয়েছে