Home বিনোদন উদয়পুরে আয়োজিত হলো আন্তর্জাতিক নাট্যোৎসব

উদয়পুরে আয়োজিত হলো আন্তর্জাতিক নাট্যোৎসব

80
0

হললিটল ড্রামা গ্রুপের ব্যবস্থাপনায় ভারতের উদয়পুর টাউন হলে গত ১৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে শিবপ্রসাদ দেব স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯৷

উদ্বোধক হিসেবে হাজির ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ এবছর সুকৃতি সম্মাননা জ্ঞাপন করা হয়েছে প্রবীণ যাত্রাশিল্পী মনমোহন দাস,নাট্যপরিচালক ও আবৃত্তিকার উৎপলেন্দু বিকাশ সাহা এবং সংগীত ও যাত্রাপরিচালক শেখর ভট্টাচার্যকে ৷ ২১ ডিসেম্বর পর্যন্ত নাট্যোৎসবের পাশাপাশি চলছিল চিত্র-ভাস্কর্য এবং পুষ্প প্রদর্শনীও৷

মঞ্চায়নে ছিল আগরতলার শিল্পথীর্থ ও নাট্যলোক, পশ্চিমবঙ্গের রংতাল থিয়েটার, অমিয় মেমোরিয়াল ক্রিয়োটিভ আর্ট এবং মহিষাদল শিল্পকৃতি, বাংদেশে থেকে ছিল অনুশীলন নাট্যদল, অনসাম্বল থিয়েটার , ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন এবং মুক্তমঞ্চ নির্বাক দল এবং উদয়পুর থেকে নির্বাক নাটক ও লিটন ড্রামা গ্রুপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here