Home রাজনীতি নানিয়াচরের বেতছড়িতে সেটলার কর্তৃক জমি বেদখলের প্রতিবাদে বিক্ষোভ

নানিয়াচরের বেতছড়িতে সেটলার কর্তৃক জমি বেদখলের প্রতিবাদে বিক্ষোভ

49
0

রাঙামাটি জেলার নানিয়াচরের বেতছড়ি দ্বিচান পাড়ায় (১৭ মাইল) সেটলার কর্তৃক এক পাহাড়ির জমি বেদখেলের প্রতিবাদে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। আজ সকাল ১০টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নানিয়াচর সদর ইউনিয়নের সদস্য রুপক চাকমার সভাপতিত্বে ও রতন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য ও ভূমি বেদখল প্রতিরোধ কমিটির সদস্য বকুল চাকমা, cartable pokemon ইউপি সদস্য আলোরাণী চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সদস্য সুচরিতা চাকমা প্রমুখ। তারা বলেন, ensemble de bijoux licorne ‘গত ২০১০ সালের ১৬ অক্টোবর রাঙামাটির বাসিন্দা মিন্টু চাকমা নানিয়াচরের তৈচাকমা মৌজাধীন বেতছড়ির দ্বিচান পাড়ায় শিখা মার (সঞ্জিতা চাকমা) কাছ থেকে এক লক্ষ ৭ হাজার ৫০০ টাকায় ২ একর ৫০ শতক জমি ক্রয় করেন। এই জমির আসল মালিক হলেন সঞ্জিতা চাকমার বাবা রবি চন্দ্র চাকমা। ‘কিন্তু গত ৫ ফেব্রুয়ারি হাবিব নামে জনৈক সেটলার উক্ত জমিতে জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেন। এর বিরুদ্ধে প্রতিবাদ সত্বেও তিনি গত ৭ ফেব্রুয়ারি আরও ১০ পরিবার বাঙালিসহ সেনাবাহিনীর সদস্যদের পাহারায় আবার সেখানে বাড়ি নির্মাণ করে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।’ ভূমি বেদখলের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, coque iphone বিগত ২০১৪ সালেও নানিয়াচরের বগাছড়িতে জমি বেদখলকে কেন্দ্র করে পাহাড়ি গ্রামে হামলা,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here