Home সারাদেশ বার্তা নিজের ট্রাকে প্রাণ গেল নালিতাবাড়ীর যুবকের

নিজের ট্রাকে প্রাণ গেল নালিতাবাড়ীর যুবকের

112
0

নালিতাবাড়ীর নিজ চালিত ড্রাম ট্রাকের চাপায় মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নকলা উপজেলার বাজারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পূর্ব কাপাশিয়া জামিরাকান্দা এলাকার মো. নজরুল ইসলামের দ্বিতীয় ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বাজারদী এলাকায় পুকুর থেকে মাটি ভরে পাড়ে ওঠার সময় ট্রাকটি উল্টে সামনের অংশ ভেঙ্গে যায়। এ সময় শহিদুল ইসলামের মাথা ট্রাকের ভাঙ্গা অংশে চাপা পড়ে। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here