Home সারাদেশ বার্তা বনের ভেতর বিদ্যুতের তারে ঝলসে যাচ্ছে বানর

বনের ভেতর বিদ্যুতের তারে ঝলসে যাচ্ছে বানর

93
0

অষ্ট্রেলিয়ার প্রচন্ড দাবানলে আহত পশুগুলোকে সেখানকার প্রশাসন ও সাধারণ জনগণ যেভাবে সেবা দিচ্ছে তা শেয়ার করে আমরা ধন্যবাদ দিচ্ছি। তাদের মহান কাছের জন্য অবশ্যই তা প্রাপ্য ।

এ দিকে আমাদের দেশে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অমানবিক আচরণের কারণে কি হচ্ছে তা দেখেন ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুরে তিন শতাধিক বানর। আর সেই বনের ভিতর দিয়ে কভারবিহীন পল্লী বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। বিদ্যুতের তারে লেগে বানরগুলোর শরীর জ্বলসে গিয়ে শরীরের ভেতরকার হাড় বের হয়ে গেছে, শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে হাত পা, কি যে শারীরিক যন্ত্রণা নিয়ে একেকটি বানর দিন কাটাচ্ছে!

যাদের কারণে এই অবস্থা তাদেরকে কি বলবেন ?

প্রতিদিনই বিদ্যুতের তারে জড়িয়ে মুখ, হাত, পা ও শরীর ঝলসে যাচ্ছে বানরদের। গত এক সপ্তাহে অন্তত ৮-১০টি বানর বিদ্যুত্স্পর্শে আহত হয়েছে। বানর সংঘবদ্ধ প্রাণী। কোনো বানর বিদ্যুতায়িত হলে দল বেঁধে তাকে রক্ষার চেষ্টা চালায় অন্য বানরগুলো। ফলে একসঙ্গে একাধিক বানর আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here