মাননীয় প্রধানমোন্ত্রী ১০ লক্ষো রোহিঙ্গাদের বছরের পর বছর খাদ্য দিচ্ছেন। ৬ লক্ষো সেটেলারদের ৩০/৪০ বছর পর্যন্তু পার্বত্য চট্রগ্রামে পূর্ণবাসন দিয়ে পালন করে যাচ্ছেন। রাস্তায় ভিক্ষুকদের পূর্ণবাসন দিতে পারবেননা কেন?
রাস্তায় ভিক্ষুকদের জন্য আলাদা মন্ত্রনালয় করে দিন, বাৎসরিক প্রস্তাবিত বাজেটে প্রথম সারিতে তাদেরকে আগে দিন। দেখবেন তাহলেই তো দেশ এগিয়ে যাবে সমতালে। তাদেরকে পিছনে রেখে কি দেশ উন্নন যুক্তি যুক্ত হবে ?
রাস্তা যদি ভিক্ষুক মুক্ত হয় তখনই বাংলাদেশ সোনার বাংলা হিসেবে পরিচিত পাবে, তা না হলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।