Home সারাদেশ বার্তা মানবিক সাহায্যের আবেদন

মানবিক সাহায্যের আবেদন

94
0

সামান্য আর্থিক সহায়তা পেলে বাঁচতে পারে একটি শিশুর জীবন।
তেমনি একটি কন্যা শিশু জন্ম নেয় পুষ্টি হীনতায়। শিশুটির নাম শুভা খাতুন,(বয়স ১বছর)পিতাঃছাত্তার আলী(খাত্তেপ),মাতাঃজেসমিন খাতুন।গ্রামঃনিমতলা,আলমডাঙ্গা থানা।

জেসমিন খাতুনের বিবাহের ৩ বছরের মাথায় শিশু কন্যা শুভা জন্ম গ্রহণ করে। কিন্ত অপুষ্ট হওয়ার কারণে শিশুটি বিকলাঙ্গ হয়ে জন্ম গ্রহণ করে। যখন আর পাচটি শিশুর মতো মায়ের বুকের দুধ পান করে বেঁচে থাকার কথা ঠিক তখন সে মায়ের কোল ছেড়ে নানার বাসায় চিকিৎসার অভাবে ভুগে ভুগে মরার পথে।জেসমিন খাতুনের স্বামী দরিদ্র হওয়ার কারণে শিশুটিকে চিকিৎসা দিতে পারেনি। পরবর্তীতে কণ্যা সন্তানটিকে তার পিতার বাসা থেকে নানা নানীর বাসা ৬২নং আড়িয়াতে নিয়ে আসা হয়। সেখানেও আছে দারিদ্র্যেতার কষাঘাত। জেসমিনের পিতা অনেক ঋণগ্রস্থ হওয়ায় শুভাকে সঠিক ভাবে চিকিৎসা করাতে পারছে না। শিশু শুভার বর্তমান অবস্থা আশঙ্কা জনক,শরীর ফুলে গেছে ও নিউমোনিয়া হয়ে গেছে এবং শরীর বিকলাঙ্গ।

আমাদের এই আধুনিক যুগে যদি কেউ চিকিৎসার অভাবে মারা যায় তাহলে তার জন্য দায়ী আমরা এবং আমাদের সমাজ।তাই এই দায় এড়াতে আসুন সকলে আমরা সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়।

শিশুর নামঃশুভা খাতুন
বয়সঃ১বছর
রোগের নামঃপুষ্টিহীনতা(জন্মের ২০/২৫দিন পর থেকে পুষ্টিহীনতায় ভুগছে)।
পিতাঃখাত্তাপ আলী(ছাত্তার)
মাতাঃজেসমিন খাতুন
বর্তমান ঠিকানাঃ৬২নং আড়িয়া(নানার বাড়ি)
যোগাযোগঃ০১৯১০৯১৯৯২০

বিকাশঃ০১৯৫৫২৪৪৯৩৮

নগদ:01955244938
__বাচ্চাটির পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে বিনিত অনুরোধ রইলো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here