Home » parbatta-barta » রোয়াংছড়িতে ইউএনডিপি ত্রাণ সহায়তা পেল ৬হাজার পরিবার

রোয়াংছড়িতে ইউএনডিপি ত্রাণ সহায়তা পেল ৬হাজার পরিবার

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন সময়ের ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যৌথভাবে বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে হল রুমে করোনাকালে কর্মহীন ও অসহায় গরীব এর মাঝে ৪টি ইউনিয়নে ৬হাজার পরিবার কে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে রয়েছে চাউল,ডাল,আলু,লবন,তৈল,পেঁয়াজ,সাবান,সাত প্রজাতি শাক সবজি বীজ ও মাস্ক ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মন্ত্রী প্রতিনিধি নেইতন বুইতিং, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, বান্দরবান জেলা ইউএনডিপি ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশিরায় ত্রিপুরা,বান্দরবান জেলা দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাথোয়াইঅং মারমা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি এর প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রীর আন্তরিকতার ফলে বান্দরবান জেলায় কর্মহীন গরীব ও অসহায়দের প্রায় ৪৬ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী দিতে সম্ভব হয়েয়ে বলে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আপনি এই খবরটি শেয়ার করতে পারেন!
প্রকাশ: বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২০এই লেখাটি 171 বার পড়া হয়েছে