Home উৎসব ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে আদিবাসী প্রীতি সম্মিলনী- ২০২০

২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে আদিবাসী প্রীতি সম্মিলনী- ২০২০

137
0

মিলিবো উচ্ছ্বাসে প্রাণে প্রাণ
মাতিবো উল্লাসে গাহিবো গান

প্রিয় সুধী,
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আসছে ২৫ জানুয়ারি ২০২০ প্রতি বছরের ন্যায় এবারও ঢাকাস্থ পাহাড়-সমতল অঞ্চলের আদিবাসী শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্যোগে আদিবাসী প্রীতি সম্মিলনী ২০২০ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত প্রীতি সম্মিলনীতে আপনি/আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক অতিশীঘ্রই রেজিস্ট্রেশন করুন।

নিম্নে রেজিস্ট্রেশনের জন্য প্রতিনিধিদের নাম ও যোগাযোগ নাম্বার দেয়া হয়েছে।

** ঢাকা বিশ্ববিদ্যালয় : সতেজ চাকমা – ০১৫৫৮৯৫১৪৪৫, সরল – ০১৫৫২৯৮১১৮৪, যশোয়া দেওয়ান – ০১৫৫৮৯১৩৬৮৪ ও বাদল হাজং – ০১৭৫৯৮৫৬৫৯৩ ;

** ইডেন কলেজ : পূর্ণা চাকমা – ০১৩১৫৯১০২৪২ ;

** ফার্মগেট ও রাজাবাজার : পূর্ণা দেওয়ান – ০১৭৬৩৩৯৯৫৭০ ও তূর্বাণ রায় – ০১৫৫৬৫৪১১৭৩, ০১৮৫২৪৫১৩০৩;

** মিরপুর : বাবুমনি চাকমা – ০১৭১৬৫২৩০৪৫, পদ্মীনি চাকমা – ০১৯৯৩৫০৭১১৪, লালন চাকমা – ০১৮৫৭৪৩৬৯৩৪, মনিরা ত্রিপুরা – ০১৭৯৮৪৪৯০৭৯ ও ধীরেন মাহাতো – ০১৭২২৪৯৩৪৩৩ ;
** মোহাম্মদপুর, লালমাটিয়া, শ্যামলী ও ধানমন্ডি : সুইদিশ সাংমা – ০১৭১৬৬১৪৯১৮ , টিসেল চাকমা – ০১৮২৯১৫২৯৪০, মিতা হাজং – ০১৭৭৭২১৮০০৩ ;
** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : মুন্নি চিরান – ০১৯৩৭৮৮৮৬৫৮ ও রেং ইয়ং ম্রো – ০১৭৩৫২৫২২১৭ ;

# প্রীতি সম্মিলনীর তারিখ: ২৫ জানুয়ারি, ২০২০ শনিবার

# স্থান : সোহাগ পল্লী, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
# রেজিস্ট্রেশন ফি:
চাকরিজীবী – ১০০০/-
শিক্ষার্থী – ৫০০/-
বাচ্চা (অনূর্ধ্ব ৭ বছর)- ৩০০/-

# রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি ২০২০।

অনন্ত ধামাই
সদস্য সচিব
ঢাকাস্থ আদিবাসী প্রীতি সম্মিলনী – ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here