Home বিনোদন লোক লোকালয় অনুষ্ঠানের ৩৬ বছর পূর্তি উদযাপন

লোক লোকালয় অনুষ্ঠানের ৩৬ বছর পূর্তি উদযাপন

86
0

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সোমবার (০৬ জানুয়ারি) বিটিভি’র মাধ্যমে পাহাড়ী জনোগষ্ঠীর সংস্কৃতি সংরক্ষন এ বিকাশ উদ্যোগ পরিচয়ের জন্য প্রয়োজন সংস্কৃতি সংরক্ষন ‘এথনিক কালচার প্রমোশন ডে “লোক লোকালয় অনুষ্ঠানের” ৩৬ বছর পূর্তিতে আনন্দ আয়োজন করা হয়েছে।সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক বৃন্দ।

ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পী ও সংগঠকবৃন্দ বনফুল সাংস্কৃতিক সংসদের, দ’মী শিল্পী গোষ্ঠর এই আয়োজন করেন।

আনন্দ আয়োজনে সহযোগিতা করছেন ডেভেলপমেন্ট ইনিসিয়োটিভ ফর ইনক্লুসিভ পিপল(দীপ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here